নিউজ ডেস্ক:মুজিববর্ষ উপলক্ষে বিজিবি ৬ ব্যাটালিয়ন দর্শনা শ্যামপুর হতে মুন্সীপুর সীমান্ত পর্যন্ত বিশেষ অভিযান অব্যহত রেখেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা ৬ বিজিবির উদ্যোগে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, গতকাল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সীপুর কোম্পানি সদর বিজিবি চেকপোস্ট বসিয়ে কার্পাসডাঙ্গাসহ আশপাশের এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় সঙ্গে ছিল বিজিবির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (ডগস্কোয়াড)। এ অভিযানের ফলে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীলসমাজ।
এ বিষয়ে ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, ‘বছরের সব সময়েই আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকে। কিন্তু মুজিববর্ষ উপলক্ষে এ অভিযানকে আরও বেগবান করা হয়েছে।’