৬ কিশোরকে পিটিয়ে জখম

0
5

নিউজ ডেস্ক:দর্শনা রামনগরে ভুট্টা ছিটানোকে কেন্দ্র করে ৬ কিশোরকে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ৬ কিশোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা রামনগর তিনমাথার মোড়ে ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত কিশোররা হলো- দামুড়হুদা উপজেলার কুড়ুগাছি ইউনিয়নের গলাইদড়ি গ্রামের নদীপাড়ার হাফিজুলের ছেলে মুন্না হোসেন শাওন (১৬), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বাপ্পি হোসেন (১৬), ফারুকের ছেলে মিরাজ (১৪), আশরাফের ছেলে লিটন (১৫), আলিমের ছেলে লাদেন (১৬) ও মফিজুলের ছেলে নয়ন (১৭)।
আহত কিশোররা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর ৬ জন মিলে ঘুরতে বের হয়। এ সময় মদনা ইউনিয়নের জিরাট রোডের লোহার ভাসমান ব্রিজের উপরে কিছু ভুট্টা শুকাতে দেওয়া ছিল। এ সময় আমাদের পায়ে লেগে ভুট্টাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। পরে এলাকার কয়েকজন যুবক আমাদের ছয়জনকে ধরে রামনগর ফুটবল মাঠে নিয়ে যায়। পরে আমাদের ছয়জনকে লাইনে দাঁড় করিয়ে গাছের ডাল দিয়ে বেধড়ক মারপিট করে রামনাগর গ্রামের আব্দুর রহমান ডাবির ছেলে সাগর। এ সময় দুই কিশোর জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা প্রথমে দর্শনায় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।