৫ মাতালকে পুলিশে দিলো কর্তৃপক্ষ

0
9

চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় রেস্টুরেন্টে ঢুকে মাতলামি
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় রেস্টুরেন্টে ঢুকে মাতলামি করার সময় ৫ মাতালকে আটক করে পুলিশে দিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল রোডে অবস্থিত ’গ্রীন চিলি’ হোটেল থেকে ওই মাতালদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইন মামলা দায়েরের প্রক্রিয়াধীন ছিলো। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান। আটককৃতরা হল- হাসানুজ্জামান (৩৯), আলিফ ওরফে শাহিন (৩০), রানা আহম্মেদ (১৮), মিনারুল ইসলাম (৪০) ও সুজন শেখ (৪০)।
পুলিশ সূত্র জানায়, মদ্যপ অবস্থায় ৫ মাতাল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ‘গ্রীন চিলি’ রেষ্টুরেন্টে ঢুকে মাতলামি শুরু করে। একপর্যায়ে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের আটক করে সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুয়াডডাঙ্গা সদর থানা পুলিশের এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে দামুড়হুদা থানার দলকা লক্ষীপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে হাসানুজ্জামান, দলিয়ারপুর গ্রামের ছানোয়ারের ছেলে আলিফ ওরফে শাহিন, গোপালপুরের বাদশা জোয়ার্দ্দারের ছেলে রানা আহম্মেদ, মজলিশপুরের মৃত রহমানের ছেলে মিনারুল ইসলাম ও চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত ওসমানগনি শেখের ছেলে সুজন শেখকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন ছিলো।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) আবু জিহাদ খান জানান, চুয়াঙ্গা সদর হাসপাতাল রোডের একটি রেষ্টুরেন্টে ৫ মাতাল ঢুকে মাতলামি শুরু করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৫ মাতালকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।