নিউজ ডেস্ক:
৩ হাজার ৭২৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী আরো জানান, ৩ হাজার ৭২৩ কোটি টাকার মধ্যে প্রকল্প সহায়তা থেকে আসবে ৯৬ কোটি টাকা। বাকি অর্থ আসবে সরকারি অর্থায়ন থেকে।