২৪ ঘণ্টায় আরও ৩৬ রোগী হাসপাতালে ভর্তি

0
7

চুয়াডাঙ্গায় বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি রাহুল রাজ:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েই চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় ১১৭ জন রোগী। গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার বেলা দুইটা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ২৪ জন এবং পরে রাত ১২টা পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে আরও ১২ জন রোগী ভর্তি হয়। এতে করে এক দিনের ৩৬ জন ও পূর্বে ভর্তি হওয়া রোগীদের চাপে হাসপাতালের সব জায়গা কানায়-কানায় পূর্ণ হয়ে গিয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে। গতকাল ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে শিশুসহ ৭১ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগী প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, অস্বাস্থ্যকর খাবার, দূষিত পানি, পানিশূন্যতা ও খাবারের পূর্বে হাত না ধুয়ে খাওয়ার কারণেই অতিরিক্ত মাত্রায় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। তিনি আরও বলেন, ডায়রিয়া এড়াতে সর্বদা নলকূপের বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। অন্যথায় পানি ৩০ মিনিট ফুটিয়ে পান করতে হবে। অস্বাস্থ্যকর বা বাইরের খোলা খাবার খাওয়া যাবে না। শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে। খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হলে ডায়রিয়া থেকে রক্ষা পাওয়া যাবে বলেও জানান তিনি।
এদিকে, গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে বেসরকারিভাবে সিভিল সার্জন কর্তৃক অর্ডারকৃত ৫ শ ব্যাগ কলেরা স্যালাইন হাসপাতালে এসে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া মোকাবিলায় কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে।