২৪০ বোতল ফেনসিডিলসহ আটক ৪

0
7

জীবননগরে যাত্রীবাহী বাসে পুলিশের মাদকবিরোধী অভিযানে
নিউজ ডেস্ক:জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজুল আলম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর হাইস্কুলের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২৪০ বোতল ফেন্সিডিলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপারমোড় কুল্লাপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইমন (১৮), আব্দুস সামাদের ছেলে বকুল (২০), একই উপজেলার মাইলবাড়িয়া মাঝেরপাড়ার রেজাউল ম-লের ছেলে মন্টু মিয়া (২৩) ও নুর হোসেনের ছেলে আসমাউল হোসেনকে (১৮) আটক করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।