চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে আটক করে মারধর
নিউজ ডেস্ক:পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গা কুলপালার রাশেদুল (২৬) নামে একজনকে মোবাইলফোনে ডেকে নিয়ে মারধর করে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধে দিগড়ী মাঠ থেকে আহত রাশেদুলকে উদ্ধার এবং এ ঘটনার মূলহোতাসহ সাতগাড়ি এলাকার দু’জনকে আটক করেছে পুলিশ। আহত রাশেদুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। আহত রাশেদুল আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের খবির উদ্দীনের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মুদি ব্যবসায়ী রাশেদুল গতকাল সন্ধ্যার পর কুলপালা থেকে চুয়াডাঙ্গা পৌর শহরের শ্যকড়াতলা এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে আসে। রাশেদুলের চুয়াডাঙ্গায় আসার খবর পেয়ে সাতগাড়ী এলাকার তুষার নামে এক যুবক তাকে বেশ কয়েকবার ফোন দিয়ে সাতগাড়ি মোড়ে দেখা করতে বলে। প্রথমে যেতে না চাইলেও মোবাইলফোনে পিড়াপিড়ির কারণে দেখা করতে যায় সে। পরে সাতগাড়ি এলাকায় পৌছালে তুষার ও বিপ্লবসহ ৫-৬জন তাকে আটক করে মারধর করে। একপর্যায়ে সাতগাড়ি মোড় থেকে দিগড়ী মাঠে নিয়ে যায় তাকে। পরে রাশেদুলের পরিবারের কাছে মোবাইলফোনে ১ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা না পেলে রাশেদুলকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
পরিবারের লোকজন মোবাইলফোনে ছেলের অপহরণের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশকে খবর দিলে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ সাতগাড়ি মোড় এলাকায় অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় দিগড়ী মাঠ থেকে আহত রাশেদসহ তার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এসময় আটক করা হয় এ ঘটনার মূলহোতা সাতগাড়ি এলাকার আতীয়ার রহমানের ছেলে তুষার (২৪) ও তার অপর সহযোগী একই এলাকার মনির ছেলে বিপ্লবকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক দু’জনকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীনসহ বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যবহ আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রাশেদুল চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স (ইনচার্জ) আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর সাথে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ী এলাকার কয়েকজন যুবক কৌশলে মোবাইলফোনে রাশেদ নামে এক যুবককে ডেকে নিয়ে আটক করে মারধর করেছে। এ ঘটনায় জড়িত তুষার ও বিপ্লব নামে দু’জনকে আটক করেছে পুলিশ। বাকীদের ধরতে তাদের অভিযান অব্যহত আছে।