১ মাসে জেলার ৩ থানায় ৬৯ মামলা

0
10

মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।
সভায় জানানো হয়, গত আগস্ট মাসে মেহেরপুর জেলার ৩টি থানায় ৬৯টি মামলা হয়েছে। যার মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতনে ৫টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি, চোরাচালানের ১টি, চুরির ৩টি ও অন্য ২৮টি মামলা। এর মধ্যে সদর থানায় ৩৬টি, গাংনী থানায় ২২টি ও মুজিবনগর থানায় ১১টি মামলা হয়েছে।