নিউজ ডেস্ক:
পর্নো দুনিয়া ছেড়ে ইতিমেধ্যে বলিউডে নিজের একটা অবস্থান দাঁড় করিয়েছেন সানি লিওন। একটু আলাদা করে বললে, আইটেম গানে। এরই ধারাবাহিকতায় সানি কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘রইস’র একটি আইটেম গানে। গত ২২ ডিসেম্বর ছবিটির ‘লায়লা ও লায়লা’ নামের গানটি ইউটিউবে মুক্তি পায়। এরপর সানি ঝড় বইয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গানটিতে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন শাহরুখ খান।
সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে এতোটাই মাতামাতি যে এখন পর্যন্ত ‘লায়লা ও লায়লা’ গানে চোখ ফেলেছে প্রায় ৯ কোটি ৯৯ লাখ ১২ হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় আজ রাতেই গানের দর্শক যে ১০ কোটি ছাড়িয়ে যাবে সেটা অনুমান করা যায়।
এর আগে, মুক্তির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই গানটি ১ কোটি দর্শক দেখেন! যা রীতিমত উপমহাদেশীয় কোনো গানের ভিডিও’র ক্ষেত্রে রেকর্ড।
৮০ এর দশকে মুক্তি পাওয়া ‘কোরবান’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি রিমেক করা হয়েছে ‘রইসে’ ছবিতে। আগেরটিতে জিনাত আমান নেচে মন জয় করেছিলেন দর্শকের। এবার বাজিমাত করলেন সানি লিওন।প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’। ছবিটিতে বলিউড কিংয়ের বিপরীতে রয়েছেন মাহিরা খান।