১০৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
23

নিউজ ডেস্ক:দামুড়হুদা তেল পাম্পের সামনে থেকে ১০৬ বোতল ফেনসিডিলসহ সুজন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটক সুজন কুষ্টিয়ার মিরপুর থানার পুড়াপাড়া গ্রামের মৃত ইমরুল ইসলামের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে এসআই তপন কুমার নন্দী, এসআই রাম প্রসাদ ফোর্স নিয়ে দামুড়হুদা তেল পাম্প এলাকায় অবস্থান নেন। দুপুর ১২টার দিকে একটি আলমসাধু আসতে দেখে তার গতিরোধ করেন তাঁরা। পরে আলমসাধুটি তল্লাশি করে আলমসাধুর ভেতরের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সুজনের নামে মাদক আইনে মামলাসহ আজ সোমবার তাঁকে আদালতে সোর্পদ করা হবে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস।