নিউজ ডেস্ক:
এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে হলিউডের চলতি গ্রীষ্মের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাইরেটস অব দি ক্যারিবিয়ান-ডেড ম্যান টেল নো টেলস’। ডিজনি প্রযোজিত ও জনি ডেপ অভিনীত জনপ্রিয় এই সিরিজের পঞ্চম ছবিটির জন্য মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা। একই সঙ্গে, চাহিদানুযায়ী অর্থ প্রদান না করা হলে ছবিটি প্রকাশ করে দেয়া হবে বলে হুমকিও দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী বব ইগর সোমবার নিউইয়র্কে তার কর্মকর্তাদের বলেছেন, যে হ্যাকাররা মুক্তির অপেক্ষায় থাকা একটি সিনেমা চুরি করেছে। তারা হুমকি দিয়েছে বিটকয়েনের মাধ্যমে তাদের চাহিদানুযায়ী অর্থ প্রদান করা না হলে সিনেমাটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অনলাইনে প্রকাশ করে দেয়া হবে।
এদিকে ইগর সিনেমাটির নাম না প্রকাশ না করলেও নিজস্ব সূত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, হ্যাকিংয়ের শিকার হওয়া সিনেমাটি হচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পঞ্চম সিক্যুয়েলটি। ২৬ মে বিশ্বব্যাপী এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাইরেট সিরিজের এর আগের চারটি সিনেমা থেকে ডিজনি বিশ্বজুড়ে ৩.৭৩ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স এর জনপ্রিয় টিভি সিরিজ ‘অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক’ এর নতুন মৌসুমের এপিসোড চুরি করে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা। নেটফ্লিক্স হ্যাকারদের দাবি প্রত্যাখ্যান করে। এদিকে, হ্যাকারদের কোনো অর্থ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। তারা বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দ্বারস্থ হয়েছে।