মাগুরা প্রতিনিধি :
মাগুরায় হোটেল ও রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান চলছে। আজ সকালে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ও জগদল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ-উল-হাসান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ-উল-হাসান জানান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী আকবর এর নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শত্রুজিৎপুর ও জগদল বাজারের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার এবং খাবারের মূল্য তালিকা না থাকায় উক্ত আইনের ৩৮, ৪২ এবং ৪৩ ধারা অনুসারে অর্থদন্ড আরোপ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।