সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
নিউজ ডেস্ক:হঠাৎ সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা জেলা শহরে মোটরসাইকেল ও যানবাহনের উপর বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। নজিরবিহীন এ অভিযানের কারণ হিসেবে বলা হয়- সড়কে নিরাপত্তা জোরদার, কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন চলাচল রোধ ও হেলমেট ব্যবহারে চালক এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্ত্বর ও কোর্ট মোড়ে এ অভিযান চালানো হয়। এ সময়ের মধ্যে প্রায় দু’শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ৪৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ আইনের বিভিন্ন ধারায় মামলা দেয়া হয়।
এ অভিযান অব্যহত থাকবে জানিয়ে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মাহবুব কবির বলেন, ‘সাধারণ মানুষের জানমাল সুরক্ষিত রাখতে সার্বক্ষণিক কাজ করি আমরা। মানুষজন যেন নিশ্চিন্তে তার নিজ গন্তব্যে পৌছুতে পারে সে জন্য ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। আমরা বিভিন্ন সময় এ ধরণের অভিযান করে থাকি। এ অভিযানটা, যানবাহন চালকদের সঙ্গে কাগজপত্র রাখা, মোটরসাইকেল চালক ও যাত্রীর হেলমেট ব্যবহারে গুরুত্ব দেয়া এবং অবৈধ যানবাহন চলাচল রোধ কল্পে বিশেষ ভূমিকা রাখবে।’
অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব, সার্জেন্ট মাহবুব হোসেন, সার্জেন্ট মনির হোসেন, টিএসআই মোকাররম হোসেন, টিএসআই আমিরুল ইসলাম।