হিজলগাড়ী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান মল্লিক (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা কিশোর পুত্র আবু তালহা মল্লিক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হিজলগাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত হাবিবুর ওরফে হবিবার রহমান মল্লিকের ছেলে। দুর্ঘটনার পর চালক ও হেলপার সবার সামনে দিয়ে ভোঁ-দৌড়ে পালালেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহত হাফিজুর মল্লিক ভূষিমালের ব্যবসা করতেন। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আহত আবু তালহা জানায়- সকালে বাবা হাফিজুরের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে যাচ্ছিলো। এ সময় হিজলগাড়ী বাজারে পৌঁছানোর আগেই পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার বাবা হাফিজুর ও সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার বাবা হাফিজুরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত আবু তালহা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই গতকাল বাদ আসর নামাজের জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে নিহত হাফিজুরের দাফনকার্য সম্পন্ন করা হয়
হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রাহাত আলী জানান, ঘাতক ট্রাকের মালিক ঝিনাইদহ ব্যাপারীপাড়ার আছের আলীর ছেলে হাশেম আলী। নিহত হাফিজুর রহমান দু’সন্তানের জনক। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করেনি।