হিজলগাড়িতে নিদের্শনা অমান্য, ৬টি দোকানে জরিমানা

0
14

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজার ও কৃষ্ণপুর বটতলা বাজারে সরকারি নিদের্শনা অমান্য করে দোকান খুলে ব্যবসা করার অপরাধে ৬টি দোকানে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেত্বতে হিজলগাড়ী বাজারের চারটি কাপড়ের দোকান ও কৃষ্ণপুর বটলতা বাজারের দুটি কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কিশোর, টুআইসি এএসআই সবেদ আলীসহ পুলিশ ফোর্স। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, সরকারি আদেশ অমান্য করে যারা ব্যবসাপ্রতিষ্ঠান খুলে লোকজমায়েত করছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।