হাসাদহে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক আহত

0
9

নিউজ ডেস্ক:জীবননগর হাসাদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কাওছার আলী নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহত কাওসার আলী মেহেরপুর সদর উপজেলার কাছারী ঘটিপাড়া আব্দুল মালেকের ছেলে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে জীবননগর-হাসাদহ সড়কের হাসাদাহ মডেল কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার বিকেলে কাওসার আলী অসুস্থ পিতাকে দেখে খুলনা থেকে বাড়ি ফেরার পথে জীবননগর-কালীগঞ্জ রোডে হাসাদাহ বাজারে স্পীডব্রেকার খেয়াল না করায় ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসার একটি আলমসাধু তার মাথার উপর দিয়ে চলে যায়। মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট থাকায় তেমন কোন শারীরিক ক্ষতি হয়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে যান।