নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করে বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালের অঙ্গনটি যেন রাজনীতির ময়দান না হয়। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের অসুবিধা না হয়। আমরা আগেও বলেছি, এটি একটি বিশেষায়িত হাসপাতাল।
শনিবার (৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আমরা জিয়ার চিকিৎসার জন্য আগে বলেছিলাম। তিনি আসেনি। আদালতের কারণে অবশেষে বেগম জিয়া হাসপাতালে আসলেন। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সম্পাদক বলেন, এখন কোন হাসপাতালে? নানান ঘাটের পানি ঘোলা করে রাজি হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু করে রাজনীতি করেছে। এটা করাই তাদের উদ্দেশ্য ছিল। দেরিতে হলেও রাজি হওয়ায় তাকে স্বাগত জানাই।
এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন ঐশ্বরীক বাণী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমেদের কি একমাস শেষ হয়নি? আপনারা দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপি চেহারা পরিবর্তন হয়।
তিনি বলেন, নৌকার পক্ষের গণজোয়ার দেখেছি উত্তরবঙ্গে। লক্ষ লক্ষ মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার। চট্রগ্রাম, কুমিল্লা ও ফেনীতে গণজোয়ার। বিএনপির ঘাটি চকরিয়াতেও আওয়ামী লীগের গণজোয়ার দেখেছি। যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষের ঢল। সকালে রাজধানীর চকবাজারেও নৌকা নৌকা স্লোগানে মুখরিত। আজকে মোহাম্মদপুরেও জনতার ঢল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান, অসীম কুমার উকিল।
সূত্র: পিএনএস/এএ