মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) তার কার্যালয় জানায়, তিনি সুস্থ হয়ে উঠেছেন।
মাহাথিরের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মাহাথিরকে সোমবার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি যথারীতি অফিসে কাজ করবেন।
শ্বাসনালির সংক্রমণ নিয়ে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য ভর্তি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।
সর্বশেষ জুলাইয়ে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াও চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছিলেন।