নিউজ ডেস্ক:
যেটা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেই জিনিসটা যদি আপনার কাছে এসে হাজির হয়, তবে হাতে চাঁদ পাওয়ার মতন খুশি হয়ে ওঠাটাই স্বাভাবিক। ঠিক সেরকমই নিজের গাড়িকে ২০ বছর পর পেয়ে আনন্দে আত্মহারা হলেন ৭৬ বছরের এক জার্মান নাগরিক।
জানা গেছে, ১৯৯৭ সালে সেই জার্মান নাগরিক ফ্রাঙ্কফুটে নিজের গাড়ি পার্ক করে চলে যান। এরপর তিনি ভুলে যান তার গাড়ি তিনি কোথায় পার্ক করেছিলেন। গাড়িটি চুরি হয়ে গিয়েছে বলেই তার ধারণা হয়। সেই সময় পুলিশের কাছে তার গাড়ি চুরির অভিযোগও দায়ের করেন। পুলিশ ২০ বছর পর হারিয়ে যাওয়া সেই গাড়িটির সন্ধান পেল।
পুলিশ জানায়, কুড়ি বছর পর জার্মান শহরের পক্ষ থেকে নিখোঁজ গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র এর মালিক কে তা খোঁজার জন্য। এই গাড়ির মালিকই তার গাড়ি চুরি হয়ে গিয়েছে এই ভেবে পুলিসের কাছে চুরির অভিযোগ দায়ের করে। পুরনো একটি কারখানার গ্যারেজ থেকে এই গাড়িটি উদ্ধার হয়।
তবে গাড়িটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ গাড়িটি সেই ব্যক্তির মেয়ের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।