চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক:‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে সাড়ে ১১টার দিক জেলা সিভিল সার্জন অফিসের আয়োজেন সিভিল সার্জনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এসব কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক-সেবিকারা গরীব-অসহায় রোগীদের নিরলসভাবে সেবা দিচ্ছেন। তাই কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো আধুনিকায়ন করা হবে। কমিনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফল ভোগ করছেন গ্রামীণ অসহায় জনগণ। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ফলে হাতের নাগালে চিকিৎসা সেবা পাচ্ছেন গ্রামের মানুষ। সিভিল সার্জন খায়রুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কালাই লাল সরকার, চুয়াডাঙ্গা বিএমও’র সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, কেয়ার বাংলাদেশ মাল্টি সেক্টরল মিউটেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
জীবননগর:
জীবননগরে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম, ডা. মাহমুদা খাতুন, লতিকা আক্তার প্রমুখ।
এদিকে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি ধোপাখালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্লিনিকে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ও কমিউনিটি গ্রুপের সদস্য আলতাফ হোসেন, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আদিলুল করিম, ব্রাকের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার আশরাফুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুল, ধোপাখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আজিজুর রহমান, স্বাস্থ্য সহকারী রহিমা খাতুন, মাসুম, সাকিল, সজীব কমিউনিটি গ্রুপের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
মেহেরপুর:
মেহেরপুরে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বক্তব্য দেন মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. তাহাজ্জেল হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল কবীর আল আজিজ প্রমুখ।