নিউজ ডেস্ক:
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, হাওর অঞ্চলের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এফবিসিসিআই।
তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য ড্রেজিং থেকে শুরু করে বাঁধ নির্মাণ পর্যন্ত যে যে কাজগুলো করা দরকার সেজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে তাদের এগিয়ে আসতে হবে। আর এই কাজে সরকারের পাশে থেকে এফবিসিসিআই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে।
গতকাল শনিবার দুপুরে এফবিসিসিআই সভাকক্ষে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পলিসি অব হাওড় রিজিয়ন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শফিউল ইসলাম বলেন, হাওরে কিছু এলাকা আছে যেখানে এখনো তিন দিন লেগে যায় পৌঁছতে। না রিকশা চলে, না গাড়ি চলার রাস্তা আছে। এমন সব জায়গার উন্নয়ন কাজে সরকারের পাশে এফবিসিসিআই সবসময় থাকবে।
এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরে এফবিসিসিআই সভাপতি আরো বলেন, বাংলাদেশ ভেজিটেবলস এবং ফ্রেস ওয়াটার ফিস উৎপাদনে বিশ্বে চার নম্বরে রয়েছে। সুতরাং এই হাওরকে আরো নতুনভাবে কীভাবে উন্নয়ন করা যায় সেটা ভাবতে হবে। এখানে যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কীভাবে ধরে রাখা যায় সেদিকেও আমাদের কাজ করতে হবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাধারণ সম্পাদক মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, হাওর ও চর উন্নয়ন ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আব্দুর রহমান সরকার, বিএডিসির পরিকল্পনা বিভাগের প্রধান ফেরদাউস রহমানসহ এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ।