জিয়াবুল হক টেকনাফ : বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জুলাই বিকেল ৩ টায় শাপলা চত্বর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা। তিনি প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রতারক বা বেইমান যেন ঢুকে না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, আপনাকে তৃণমূল থেকে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সালাম দেয় নৌকা বা আওয়ামীলীগ সরকার ক্ষমতায় রয়েছে। আওয়ামীলীগের বদনাম না হয় এমন কোন কাজ না করার জন্য আওয়ামীলীগে ও সহযোগি সংগঠনের প্রতি অনুরুধ করা হয়। তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভোট ব্যাংক বাড়ানোর উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিুবর রহমান চেয়ারম্যান, উখিয়া টেকনাফের সাংগঠনিক টিম লিডার ও সহ সভাপতি রাজা শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও সহ সভাপতি শফিক মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সদস্য যথাক্রমে মহেশখালী পৌরসভা মেয়র মকসুদ মিয়া, এড ফরিদুল আলম, সোনা আলী, আদিল উদ্দিন চৌধুরী, বদরুল হাসান মিল্কি। উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল গনি, গোলাম সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মোস্তাক আহাম্মদ, মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এড. মঈনুল হোসেন চৌধুরী, হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, দপ্তর সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা নজরুল ইসলাম খোকন ,তথ্য ও গবেষনা নুর মোহাম্মদ গণি, শিক্ষা ও মানব সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক রশিদ আহমদ, বন ও পরিবেশ সম্পাদক নুরুল আমিন নুরু, শ্রম বিষয়ক মীর কাশেম মেম্বার, মহিলা সম্পাদিকা নাছরিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মৌঃ আনোয়ার, উপ দপ্তর ইফসুপ ভুট্টো, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন,টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সদস্য নুর মোহাম্মদ, আনোয়ার মিয়া, আজিজুল হক, আব্দু রহিম লালু, নুর মোহাম্মদ মেম্বার ফরিদ আহমদ রজমাজন, মোঃ আমিন ভুলো, মো ইসমাইল, নজির আহমদ কালু, জাফর সাদেক, নুরুজ্জামান, জাহেদ হোসেন কালা, মাহবুব উল্লাহ, আব্দু সালাম, হোসাইন আহমদ মেম্বার, আবুল হোসেন মেম্বার, সব্বির আহমদ মেম্বার, আহমদ হোসেন মেম্বার, হ্নীলা ইউনিয়নের সভাপতি এইচকে আনোয়ার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদরের সাধারণ সম্পাদক গুরা মিয়া, সেন্টমার্টিন ইউনিয়ন সভাপতি মুজিুবুর রহমান মুজিব, বাহারছড়া ইউনিয়ন আহ্বায়ক নুরু হক কোম্পানী, যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কোম্পানী, আব্দুল্লাহ আল মামুন, শাহপরীরদ্বীপ আওয়ামীলীগ সভাপতি সোনালী, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান প্রমূখ।
অন্যান্য বক্তরা বলেন, সুষ্ঠু সুন্দর ও গঠনতন্ত্র মেনে সদস্য সংগ্রহ করতে হবে। যারা পুরাতন কর্মী বা নেতা তারাই নবায়ন হবে আরা এবং নতুনদের নতুনভাবে সদস্য সংগ্রহ করতে হবে। এ হিসেবে পুরো উপজেলায় ১৫ হাজার আওয়ামী কর্মী হবে। পাশাপাশি আওয়ামীলীগের সহযোগি সংগঠন রয়েছে। রয়েছে কর্মীদের পরিবার। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপি ধারে কাছে আসতে পারবেনা। যারা এই সদস্যে অন্তর্ভূক্ত হবে তারা যেন হাইব্রিড বা জামায়াত বিএনপির প্রেতাতœা না হয় সেদিকে কড়া দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। তাঁরা টেকনাফ থানার কতিপয় পুলিশ অফিসারকে দোষারোপ করে বলেন, এই সব পুলিশ অফিসারদের কারণে টেকনাফ থানা থেকে ইয়াবা যাচ্ছেনা। অন্যায়ভাবে কোন আওয়ামী নেতাকর্মীকে হয়রানী করা হলে পুলিশের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পরে শফথ বাক্যের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে সদস্য নবায়নের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।