হরিণাকুন্ডুতে গভীর রাতে গৃহবধৃকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

0
31

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক গৃহবধুকে (২০) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে উপজেলার গাড়াবাড়িযা গ্রামের শমসের (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছনে। শমসের ওই গ্রামের আবদুল আজিজের ছেলে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গৃহবধু রাতে টিউবয়েলে পানি আনতে গেলে তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে লম্পট শমসের। এ সময় ওই গৃহবধুর চিৎকারে বাড়ির মহিলা ও প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। ওই গৃহবধু জানান, তার স্বামী ব্যবসায়িক কারণে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। বাড়িতে ফিরতে তার প্রায়ই অনেক রাত হয়ে যায়। এ সুযোগে ওই লম্পট মাঝে মাঝেই তাকে বিরক্ত করে। সোমবার রাতে তিনি টিউবয়েলে পানি আনতে গেলে পূর্বে থেকে ওৎপেতে থাকা ওই লম্পট তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে সে পালিয়ে যায়। হরিণাকুন্ডু থানার পরিদর্শক (ওসি) মোঃ আবদুর রহিম মোল্লা জানান, অভিযুক্ত যুবক প্রায়ই ওই গৃহবধুকে উত্ত্যক্ত করে। ঘটনার দিন রাতে সে টিউবয়েলে পানি আনতে গেলে তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।