প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এবার তিন ছিনতাইকারীকে গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করল এলাকার জনতা। হরিণাকুন্ডু উপজেলার হিজলী গ্রাম থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে গ্রামবাসি। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স¤্রাট (১৮), আব্দুল কুদ্দুসের ছেলে রুজদার আলী (১৯) ও একই উপজেলার রথখোলা গ্রামের মান্টু জোয়ারদারের ছেলে টিটুল জোয়ারদার (১৬)। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, বুধবার রাতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলো হরিণাকুন্ডু উপজেলার হিজলী গ্রামের শংকর কুমার। বাড়ির সামনে পৌছালে ওৎ পেতে থাকা তিন ছিনতাইকারী তাকে মারধর করে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় শংকরের চিৎকারে গ্রামবাসি ছুটে এসে তিন ছিনতাইকারীকে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই জনতার হাতে আটক ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে ভিকটিমকে হরিণাকুন্ডু থানায় আসতে বলা হয়েছে। তিনি আসলেই মামলা দায়ের করা হবে। এলাকাবাসির অভিযোগ এই চক্রটি এর আগেও একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই কাজের সাথে জড়িত ছিল। স্থানীয় হাজী আরশাদ আলী কলেজে চারতলা ভবন নির্মানকাজের সময় শ্রমিকদের মারধার করে সন্ত্রাসী স¤্রাট ও তার দলবল ৭ হাজার টাকা ছিনতাই করে। পরে গ্রামের সালিশ বৈঠকে ঠিকাদার রফিকুল ও রাসেলের কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।