নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট হতে পারেন নি তারা বাবা মো. আমিনুল ইসলাম খন্দকার।
তিনি বলেছেন, তারা যে সাজা প্রত্যাশা করেছিলেন তা আসামিপক্ষের হয়নি।
সিফাত হত্যা মামলার রায়ের পর শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট হলরুমে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি তার এই মনোভাব প্রকাশ করেন।
আমিনুল ইসলাম খন্দকার বলেন, ‘আমরা প্রত্যাশিত বিচার পাইনি। এ জন্য আমরা উচ্চ আদালতে যাব। সিফাতের দ্বিতীয় ময়নাতদন্তে স্পষ্টভাবে হত্যার বিষয়টি এলেও আত্মহত্যার প্ররোচনায় আসামির শাস্তি হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই।
তিনি বলেন, ‘যা হোক, আদালত বলেছেন এটি আত্মহত্যা। অথচ আসামি পক্ষ তো আত্মহত্যারও কোন কারণ আদালতকে জানাতে পারেন নি।মেয়ে হত্যার বিচারের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আমিনুল ইসলাম।
ওয়াহিদা সিফাতকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী মো. আসিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ রায় দেন।