সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের শ্রমিক নেতার মৃত্যু

0
9

নিউজ ডেস্ক:কুয়াকাটা থেকে বাড়ি ফিরে আসার সময় বরিশালে ট্রাকের ধাক্কায় মাহফিলুর রহমান রন্টু (৫৬) নামের এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি…….রাজিউন)। নিহত রন্টু মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মৃত রুহুল আমিন ওরফে সোনা মিয়ার ছেলে। নিহত রন্টু মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে রন্টু কুয়াকাটা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাস বরিশালে পৌছালে বাসটি বিকল হয়ে পড়ে। এ সময় তিনি বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে, আইনি প্রক্রিয়া শেষ করে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল থেকে তার মরদেহ নিয়ে মেহেরপুরের উদ্দ্যেশে রওয়ানা হয়েছে স্বজনরা। আজ বুধবার সকাল ৯টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হবে ।