সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু

0
13

আলমডাঙ্গায় শ্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বারের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থেকে নিজ বাড়ি জগন্নাথপুর যাওয়ার পথে জেএস মাধ্যমিক বিদ্যালয়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৫৫) আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মোজাহার আলির ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী। আহতরা হল একই গ্রামের ইমরান আলি ও আহার আলি। জানা যায়, সোমবার সন্ধায় মোটরসাইকেল যোগে সিরাজুল ইসলাম, ইমরান আলি ও আহার আলি মিলে আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরছিল। জগন্নাথপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের অদুরে ব্রিজের নিকট পৌছালে ভাঙা রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা শ্যালোইঞ্জিনচালিত দ্রুতগামী একটি লাটাহাম্বার চাপা তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) গাজি শামিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।