বাঁকানো স্মার্টফোন খবরের শিরোনাম থেকে বিদায় নিয়েছে তাও বেশ কিছুদিন আগে। তবে ভাঁজ করা স্মার্টফোন এখনও শিরোনাম হতে শুরু করেনি। চলতি বছর এ দৃশ্যপটে কিছু পরিবর্তন আনতে পারে স্যামসাং। গ্যালাক্সি এক্স নামে ভাঁজ করা স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে বছরের দ্বিতীয়ার্ধে।
মাত্র এক দশকে দেড় ইঞ্চি পর্দার ফোন এখন পরিবর্তিত হয়ে পাঁচ ইঞ্চির স্মার্টফোন। প্রবৃদ্ধির হিসেবে ৩০০ শতাংশেরও অধিক। তবে এই দশকে ফোন বহনের জন্য আমাদের যে পকেট তার প্রবৃদ্ধি হয়নি তেমন। একইভাবে এই স্মার্টফোন ব্যবহার করার জন্য আমাদের হাতের আকৃতির প্রবৃদ্ধি হয়নি ছিটেফোঁটাও। তো ক্রমান্বয়ে ‘বর্ধনশীল’ ফোনের সংকট নিরশনে প্রয়োজন হচ্ছে ভাঁজ করা ফোনের।
গ্যালাক্সি এক্স সম্পর্কে যে রটনা তা আংশিক সত্য হলেও তা হবে স্যামসাং এর অন্যতম ফ্ল্যাগশিপ ফোন। অধিক সংখ্যক বায়োমেট্রিক সেন্সর, ফোরকে ডিসপ্লে, ছোট আকৃতির সাথে বিশাল পর্দা এই ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হতে যাচ্ছে। তবে স্যামসাং দীর্ঘদিন এই ধরনের ভাঁজ করা পর্দা নিয়ে গবেষণা সত্বেও এখন পর্যন্ত একটি ফোনও বাজারজাত না করা নি:সন্দেহে এই ফোনের প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা সম্পর্কে একটি ধারণা প্রদান করে।