রিপোর্ট : ইমাম বিমান: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম মডেল হাই স্কুলে দিনব্যাপী কর্মসূচি পালন। ২৬ মার্চ সোমবার বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, ম্যানেজিং কমিটির সদস্য, এবং স্থানীয় ব্যবসায়ী, শিক্ষানুরাগীদের উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাংস্কৃতি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠের মাধ্যমে প্রতিযোগীতা মূলক স্বাংস্কৃতিক ও আলোচনা সভা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ শেষে উপস্থিত সকলের সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিদ্যালয়ের সকল শ্যেনীর ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে দুটি বিভাগে ভাগ করে প্রতিযোগীতা মূলক স্বাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগীতা মূলক স্বাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেশত্ববোধক গান, কবিতা আবৃতি, ” ২৬ মার্চ স্বাধীনতা দিবস ” এর উপর উপস্থিত বক্তিতায় বিদ্যালয়ের প্রায় ৪০জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে। স্বাংস্কৃতি অনুষ্ঠান শেষে প্রধান অতিথির উপস্থিতিতে আলোচণা সভা ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী সকল বীর শহীদের রুহের আত্বার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক পেরদৌস আলম মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের পুরুস্কার বিতরন শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর বিদ্যালয়ের খেলার মাঠে ৯বম ও ১০ম শ্রেনীর ছাত্রদের মাঝে ” মহান স্বাধীনতা দিবস প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলাটি বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক বাবু সমীর কুমার মিস্ত্রী পরিবেশন করে। প্রীতি ফুলবল ম্যাচে ৪-০ গোলে ১০ম শ্রেণীকে পরাজিত করে ৯বম শ্রেণী বিজয়ী হন।
নবগ্রাম মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ৩নং নবগ্রাম ইউপি চেয়ারম্যান ও জেলা আ:লীগ এর সাংগঠনিক সম্পাদক মজিবুল হক আকন্দের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক এটিএম তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: আনোয়ার হোসেন, নাবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি কাজী শাখাওয়াত হোসেন সেলিম, নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ জসিম উদ্দীন, স্থানীয় সাংবাদিক ও জেলা বিএমএসএফ’র উপ প্রচার সম্পাদক মো; ইমাম হোসেন সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগন।