স্ত্রীর করা চুরি মামলায় ডেকোরেটর ব্যবসায়ী খসরু শ্রীঘরে!

0
5

নিউজ ডেস্ক:প্রথম স্ত্রীর দায়েরকৃত চুরি মামলায় বিশিষ্ট ডেকোরেশন ব্যবসায়ী আলমডাঙ্গার কোর্টপাড়ার খসরু জেলহাজতে। গত বুধবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে খসরুকে আটক করে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করে। ডেকোরেটর ব্যবসায়ীর বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কোর্টপাড়ার নজির উদ্দিনের ছেলে বিশিষ্ট ডেকোরেটর ব্যবসায়ী খসরু কয়েক বছর আগে বিয়ে করেন ডা. মোস্তফার মেয়েকে। বিয়ের পর স্ত্রীর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা নেন তিনি বলে অভিযোগ রয়েছে। টাকা নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে খসরুর সাথে তার স্ত্রীর দ্বন্দ্ব হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
এদিকে, সাবেক স্ত্রী তার নামে স্বর্ণালঙ্কার চুরি সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করে। এ মামলার আসামী হিসেবে পুলিশ খসরুকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করেছে।