স্কুল ব্যাগে মিললো ফেনসিডিল : দু’জন আটক

0
58
?

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে। এসময় আটককৃত দু’জনের কাছ থেকে ১শ’ ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মালিথাপাড়ায় ফেনডিসিল উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা দু’জন হল- আকন্দবাড়ীয়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩০) ও আলম আলী (৩৫)।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা ডিবি অফিস জানতে পারে দু’জন ব্যক্তি পার্শবর্তী দেশ ভারতের তৈরি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে সদর উপজেলার উকতো গ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইব্রাহীম ও আবু বক্কর সিদ্দীকসহ গোয়েন্দ পুলিশের একটি চৌকস দল ওই গ্রামের মালিথাপাড়ার জনৈক মমতাজের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের মুচিপাড়ার জিয়াউল হকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই এলাকার তামালতলাপাড়ার আহাদ আলীর ছেলে আলম আলীকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছে থাকা দুটি স্কুলের ব্যাগ তল্লাশি করে ১শ’ ৮২ বোতল ফেনসিলি উদ্ধার করে অভিযানকারী দল।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এক কর্মকর্তা জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানিয়েছে উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত মালিক তারা নন। টাকার বিনিময়ে লেবার হয়ে তারা এই একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাচ্ছিলো। উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত মালিক ও ক্রেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এ কর্মকর্তা জানান।