নিউজ ডেস্ক:
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার জবাবে দেশটির কাছে অস্ত্র বেচায় আরোপকৃত নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস বাড়াল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের জোট সরকার।বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্টের একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
বিবৃতিতে তিনি বলেন, এই আদেশের মাধ্যমে সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস বাড়িয়ে ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।সংবাদ সংস্থাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জার্মানির ক্ষমতাসীন জোট ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অনেকে এ নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও মানবাধিকার গোষ্ঠীগুলো এতে সমর্থন জানায়।জার্মানির এই নিষেধাজ্ঞায় দেশটির ইইউ পার্টনারদের বিরোধিতা করার কারণ হিসেবে প্রতিবেদনটিতে বলা হয়, ফলে ইউরোফাইটার ও টর্নেডো বিমানগুলোর মতো একাধিক যৌথ প্রতিরক্ষা প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।এর আগে যখন জার্মানিকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানায় ফ্রান্স ও ব্রিটেন, তখন দেশটির জোট সরকারে মার্কেলের রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ব্লকের অন্যতম শরিক দল সোশ্যাল ডেমোক্র্যাটসের(এসপিডি) উপনেতা রালফ স্টেগনার দেশটিকে অবস্থান না পালটানোর আহ্বান জানান। তার সঙ্গে একমত পোষণ করে মানবাধিকার গোষ্ঠীগুলোও।গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিল তাকে ভবনটির ভেতরেই হত্যা করা হয়।