সোনার চেইন ছিনতাইকালে চোর আটক

0
9

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবার সক্রিয় চোরচক্র
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। গতকাল সোনার চেইন ছিনতাইকালে হাতেনাতে সোহেল রানা (৩০) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে হাসপাতালে এক রোগীর স্বজনের গলা থেকে সোনার চেইন টান দিয়ে ছিঁড়ে নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। চোর সোহেল রানা চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মৃত আজিজের ছেলে।
জানা যায়, গতকাল সকালে হাসপাতালের নিচতলা থেকে অতিরিক্ত রোগীর চাপের মধ্যে সুযোগ বুঝে এক নারীর গলা থেকে সোনার চেইন টান দিয়ে খুলে নেওয়ার সময় লোকজন সোহেল রানাকে আটক করে। পরে হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য নায়েক ইসমাইল তাঁকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেন।