সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) এর শিক্ষক বিষয়ক পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ এ সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতার যোগ্যতা অর্জন করায় “সোনালী আসর ভৈরব” থেকে সংবর্ধনা দেয়া হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দের মেয়ে মোছাঃ আরজিনা খাতুনকে। তিনি উপজেলার জামতৈল ধোপকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও চরটেংরাইল গ্রামের আব্দুল আজিজ মন্ডলের কন্যা। গত ১৯ আগষ্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত মোছাঃ আরজিনা খাতুনকে “সোনালী আসর ভৈরব” শিক্ষক বাতায়ন কর্তৃক সপ্তাহের সেরা শিক্ষক-২০১৭ সংবর্ধণা প্রদান করেন।
জানা যায়, গত জুলাইয়ের প্রথম সপ্তাহে আরজিনার কনটেন্টটি শিক্ষক বাতায়নের পেজে পোষ্ট করা হয়। দেশের শিক্ষকদের ভোটে ৭ জুলাই আরজিনার তৈরি কনটেন্টটি সপ্তাহের সেরা নির্বাচিত হয়। এ উপলক্ষ্যে ১৯ আগষ্ট আরজিনাকে সোনালী আসর ভৈরব, শিক্ষক বাতায়ন কর্তৃক সপ্তাহের সেরা শিক্ষক-২০১৭ সংবর্ধণা’ দেয়া হয়। শুধু শিক্ষক বাতায়নই নয় ২০১৭ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আরজিনা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট এ অংশগ্রহন করে তিনি সারা দেশের ৬৮ জনের মধ্যে একজন জন নির্বাচিত হন এছাড়াও মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়েও অংশগ্রহন করেন আরজিনা। তিনি উপজেলার আইসিটি’র আহবায়ক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলার প্রতিটি স্কুল, কলেজে শতভাগ শিক্ষককে শিক্ষক বাতায়নে সদস্য করণের কাজও দক্ষতা সাথে সম্পন্ন করেন।
কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করতে প্রধানমন্ত্রীর কার্যালয় (এটুআই) শিক্ষক বাতায়নের শিক্ষা বিষয়ক ওয়েব পেজে এই কনটেন্ট তৈরির সুযোগ সৃষ্টি করেছে। মূলত শিক্ষক বাতায়নের ওয়েব পেজের মাধ্যমে শিক্ষকরা তাদের নির্মিত কনটেন্টটি সহজেই পোষ্ট করতে পারছেন। পোষ্টকৃত কনটেন্টটি প্রতি সপ্তাহে শিক্ষকদের সর্বোচ্চ ভোটে সেরা নির্বাচিত হচ্ছে।
মোছাঃ আরজিনা খাতুন বলেন, কনটেন্ট নির্মাণের ফলে শিক্ষক হিসেবে পরিচিতি বেড়েছে। বাড়ছে কর্ম দক্ষতাও। সেই দক্ষতাকে শ্রেণিকক্ষে সহজেই কাজে লাগানো সম্ভব। এই কনটেন্ট শুধু যে কর্মদক্ষতা বৃদ্ধি করে তা নয়। মানসিক বিকাশ, সৃষ্টিশীলতা এবং প্রতিযোগীতার মনোভাবও সৃষ্টি করে।