নিউজ ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া চারটি বড় বাজেটের ছবির মধ্যে তিনটিই যৌথ প্রযোজনার। সেই তিনটি ছবির মধ্যে একটি হল জিৎ অভিনীত ‘বস টু’। সম্প্রতি চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ থেকে যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে ‘বস টু’ তৈরি হয়েছে কি-না তা জানতে চেয়ে সেন্সর প্রিভিউ কমিটিকে একটি চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ‘বস টু’ দেখেছে কমিটি।
গত মঙ্গলবার ‘বস টু’ ছবিটি দেখেছেন প্রিভিউ কমিটির সদস্যরা। বাকি সব ঠিক থাকলেও ছবিটির অধিকাংশ শিল্পী কলকাতার বলে অভিযোগ উঠেছে। মাত্র ২০ ভাগ শিল্পী বাংলাদেশের বলে উল্লেখ করেছেন তারা।
এ প্রসঙ্গে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলু বলেন, বিষয়টি দৃষ্টিকটু। কিছুটা এদিক সেদিক হতেই পারে। তাই বলে ৮০ আর ২০ হতে পারে না। দুই দেশের শিল্পীর সমতা না থাকায় বিষয়টি তথ্যমন্ত্রণালয়কে জানানো হবে। তারাই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
‘বস টু’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড। সম্প্রতি প্রকাশিত ছবিটির ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম নাম্বার নিয়ে তুলকালাম ঘটেছে। এবার সেন্সর প্রিভিউ কমিটির আপত্তির মুখে পড়লো ছবিটি।