নিউজ ডেস্ক:
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন তিনি। চোখে থাকতো ভবিষ্যতের আলোকচ্ছটা। অনেকটা এই লক্ষ্যে নিজেকে গড়ে তুলেছেন। আর ভিত্তিটাও মজবুত হয়েছে জেলা শহরের নাট্যমঞ্চে। এরই ধারাবাহিকতায় হেঁটেছেন র্যাম্পে। অতঃপর কাড়া নাড়ছেন বড় পর্দায় প্রবেশের। বলছি সূচনার কথা। পুরো নাম সূচনা আজাদ। পরিবারের তিন ভাই বোনের মধ্যে সবার বড় সূচনা।
আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তাকে। মূলত এই খবরটি প্রকাশের পরপরই আলোচনায় উঠে আসেন এই লাস্যময়ী। তাইতো অনেকটাই উচ্ছ্বাসিত সূচনা। আর হবেন না কেনও। প্রথম ছবিতে অনেকটা উড়ন্ত সূচনা হচ্ছে তার। ছবিতে পাচ্ছেন শাকিব খানকে। সূচনা বলেন, মিডিয়াতে কাজ শুরু করেছি চলচ্চিত্র আসবো বলেই। অপেক্ষার অবসান হলো। এবার নিজেকে প্রমাণ করার পালা।
স্বপ্ন বুননের অতীত জানতে চাইলে সূচনা বলেন, দিনাজপুর আমার বাড়ি। সেখানে নাট্যমঞ্চে কাজ করেছি। এছাড়া ঢাকার মঞ্চেও পদচারণা ঘটেছে আমার। এসএসসির পর ২০১৪ সালে র্যাম্পে প্রথম পা রাখি। রুমা আপার হাত ধরে এই যাত্রা তরান্বিত হয় আমার। মাঝে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেলেও অপেক্ষা করছিলাম কখন ব্যাটে বলে মিলবে। অবশেষে আশিক ভাইয়ের প্রস্তাবটি মিলে গেল।
র্যাম্প থেকে ছোট পর্দা না গিয়ে সরাসরি বড় পর্দায় কেন এমনটা জানতে চাইলে সূচনা বলেন, ওই যে বললাম ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় পর্দায় নিজেকে মেলে ধরার। তাইতো পড়াশোনার পাশাপাশি নিজ মননে এই রঙ্গিন স্বপ্ন বুনেছি।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সূচনা বলেন, এই জগতে পাকাপোক্তভাবে থাকতে চাই। এছাড়া ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্টে পড়ছি। তাই ক্যারিয়ারের ওই দিকটাকেও এগিয়ে নিতে চাই।
জানা গেছে, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় সূচনাকে একজন হ্যাকারের চরিত্রে দেখা যাবে। প্রথমে শাকিব খানের সহযোগী হয়ে অভিনয় করবেন তিনি। কিন্তু শেষের দিকে ঘটবে উল্টো ঘটনা। ছবিটির প্রথম লটের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়।