রিপোর্ট : ইমাম বিমান: সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার সহযোগিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশে এমপি রোশানলের শিকার সুনামগঞ্জের তাহিরপুরের জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ। সুনামগঞ্জের স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার সহযোগিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের রোশানলে এমপি ও তার সহযোগীদের নির্যাতনের শিকার সাংবাদিক হাবিব সরোয়ার। রোশানলের শিকার সাংবাদিক হাবিব সরোয়ারকে শারীরিক নির্যাতন ও হামলা করে মাদকদ্রব্য (ইয়াবা) দিয়ে পুলিশে সোপর্দ করে ফাঁসিয়ে দেয়ার অপচেষ্টা করে এমপি বাহিনী। অপরদিকে একই দিন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শাখার সার্জেন্ট তোফায়েল কতৃক সাংবাদিক বিশাল রহমানের দেহ তল্লাশীর নামে উলঙ্গ করে শ্লীলতাহানি ও হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার রাতে জেলা কমিটির এক জরুরী সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান।
এ বিষয় পৃথক এই ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদার জানান, সম্প্রতি রাজশাহী ও বরিশালে পুলিশ কতৃক সাংবাদিক নির্যাতন এবং সুনামগঞ্জে এমপি কতৃক সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র্রমন্ত্রীর নিকট সঠিক বিচার পাবার জন্য তার আশু হস্তক্ষেপ কামনা করছি। বিশেষ করে একই দিনে দুটি জেলায় দেশের এমপি ও পুলিশ কর্মকর্তা কতৃক সাংবাদিক নির্যাতনের সংবাদ শুনে আর্শ্চয হলাম দেশ পরিচালনার কর্নধর ও আইনের সেবক হয়ে তারা সরকারের উন্নয়নের সংবাদ বিশ্বে পৌছে দেয়ার বাহকের উপর হামলা করা এ যেন দেশের জাতীকে ধ্বংশ করা। সাংবাদিক নিধনের মিশনে নেমেছে সন্ত্রাসী ও দেশদ্রোহিরা।এরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একেরপর এক সাংবাদিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ধারা চলমান থাকলে দেশের সাংবাদিক সমাজ এক সময়ে ধ্বংসের দিকে যবে বলে আমি মনে করি তাই অবিলম্বে সুনামগঞ্জের প্রখ্যাত সাংবাদিক হাসান সরোয়ার আজাদের নি:শর্ত মুক্তি এবং বিশাল রহমানকে উলঙ্গ করে গোটা সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করার সঠিক বিচারের দাবী জানাচ্ছি। আর সেই সাথে সাংবাদিকদের দাবী পূরন না হলে আমরা দেশের ঐক্যবদ্ধ সাংবাদিকরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
অপর দিকে জেলা কমিটির সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, দেশে আইনের সেবক এবং সরকার দলীয় এমপি দ্বারা সাংবাদিক নির্যাতন বহিরবিশ্বে দেশের সম্মান ক্ষুন্ন করছে। বর্তমান সরকারের সময় পটুয়াখালীর এমপি রনি কতৃক সাংবাদিকের উপর হামলার বিচার এই সরকার তথা প্রধানমন্ত্রী হস্তক্ষেপেই হয়েছিলো। তখন এমপি রনি কতৃক সাংবাদিক নির্যাতনের বিচার করে প্রধানমন্ত্রী যেমন দেশের সম্মান অক্ষুন্ন রেখেছেন। প্রধানমন্ত্রীর দেশের সম্মান অক্ষুন্ন রাখার ধারাবাহিকতা বজায় রখতে বরিশালে বাংলাদেশ পুলিশের ডিবি শাখার কর্মকর্তা, ১৩ এপ্রিল একই দিনে সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার সহযোগি, এবং রাজশাহীতে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট কতৃক সাংবাদিক নির্যাতন, শীলতাহানির বিচারের ক্ষেত্রে বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।