মাসুদ, রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি সফর মেহেরপুর পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে মহপরিচালক হেলিকপ্টারযোগে মেহেরপুর স্টেডিয়ামে অবতরন করেন। এসময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রাশিদুল আলম তাঁকে ¯া^াগত জানান। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর বিওপি পরিদর্শন করেন পরিদর্শদকালীন সময়ে বিজিবি মহাপরিচালক সৈনিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার রোধসহ আন্তঃ রাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালীন সময়ে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, এনডিসি, পিএসসি, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রাশিদুল আলম, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক পরিচালক মোঃ ইমাম হাসান এবং অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক ২ টা ৪৫ মিনিটের সময় বিজিবি কুষ্টিয়া সেক্টরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন।