নিউজ ডেস্ক:সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে আবেদনকৃত বেকারদের জন্য ঋণের চেক, সনদপত্র, মাস্ক বিতরন ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। শনিবার বেলা ১২টার দিকে সরকারি স্বাস্থ্যবিধি মেনেই এ অনুষ্ঠান পালন করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আ’লীগের সহ সভাপতি, কর্মকর্তা/কর্মচারী ও ছাত্রছাত্রীগণ।