সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রেন-ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৩ জন
আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি কামারখন্দ উপজেলার
জামতৈল রেলওয়ে ষ্টেশনে প্রায় তিনঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের
ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আহতদের উল্লাপাড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া
উপজেলার সলপ ষ্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি সলপ
ষ্টেশন থেকে ঝুঁকিপুর্ন অবস্থায় আসলেও জামতৈল ষ্টেশনে এসে
বিকল হয়ে পরে এতে যাত্রীরা চরম দুর্ভোগে পরে । পরে প্রায় তিন
ঘন্টা পর ঈশ্বরদী থেকে অন্য ইঞ্জিন এনে তারপর ৬ টা ২০ এর দিকে
ট্রেন চালু করা হয়।
উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর
আব্দুস সামাদ জানান, দুপুরে গাছ বোঝাই একটি ট্রাক
উল্লাপাড়া থেকে কামারখন্দের দিকে যাচ্ছিলো।
ট্রাকটি সলপ ষ্টেশনের পাশে রেলক্রসিংয়ে (অরক্ষিত) পার হওয়ার সময়
ঢাকাগামী দ্রুতযান একপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে।
এসময় ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়।
এতে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে
উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ডিউটি অফিসার জাহিদুল
ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সাঈদ ইকবাল জানান, ট্রেনটি সলপ ষ্টেশন থেকে ঝুঁকিপুর্ন
অবস্থায় আসলেও জামতৈল ষ্টেশনে এসে বিকল হয়ে পরে এতে যাত্রীরা
চরম দুর্ভোগে পরে । পরে প্রায় তিন ঘন্টা পর ঈশ্বরদী থেকে অন্য
ইঞ্জিন এনে তারপর ট্রেন চালু করা হয়।###