নিউজ ডেস্ক:
অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুর অসাধারণ অভিনীত ছবি ‘পিঙ্ক’ জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে দিল্লির রাষ্ট্রপতি ভবনেও প্রদর্শিত হয়েছে। ‘পিঙ্ক’ থেকে অনুপ্রাণিত হয়ে এবার নির্মিত হল একটি ক্যাফে। সেই ক্যাফে স্পনসরের দায়িত্ব নিলেন ‘পিঙ্ক’ অভিনেত্রী তাপসী পান্নু।
ছবিটি দেখার পর ভারতের ম্যাঙ্গালোরের ৬ জন নারী নিজেরাই একটা ক্যাফে খুলে ফেলেন। নাম দিয়েছেন ‘পিঙ্ক ক্যাফে’। সেখানে মালিক থেকে ক্যাশিয়ার, কর্মচারী সকলেই নারী।
এক ভক্তের কাছ থেকেই ‘পিঙ্ক’ ক্যাফের খবর পেয়েছিলেন তাপসী। জানতে পারেন, ‘পিঙ্ক’ দেখেই ওই মেয়েদের মাথায় আসে ক্যাফে তৈরির আইডিয়াটা। আর তিনি এতে অভিভূত হয়েই এই ক্যাফের দায়িত্ব নেন।
তাপসী জানান, ‘আইডিয়াটা শোনার পরেই আমার মনে হয়, একটা সিনেমা মানুষকে কী ভাবে অনুপ্রাণিত করতে পারে! ওই ক্যাফে আমার কাছে একটা পুরস্কার। শুধু উৎসাহ দেওয়াই নয়, তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। তাই ক্যাফেটি স্পনসর করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।