নিউজ ডেস্ক:মেহেরপুরে তামাকজাত দ্রব্য সিগারেটের লোভনীয় বিজ্ঞাপন ও বাজারজাতকরণে উৎসাহিত করায় জাপানিজ কোম্পানির ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। এ সময় প্রায় ৮০ হাজার টাকার তামাকজাত দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ দ-াদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, তামাকজাত দ্রব্য সিগারেট বিক্রির জন্য লোভনীয় বিজ্ঞাপন প্রচার করায় তাঁদের সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৮০ হাজার টাকার দ্রব্য নষ্ট করা হয়েছে।