মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়ায় স্বামীসহ পরিবারের সদস্যদের পাশবিক নির্যাতনে টগরি (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩০শে সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা টগরিকে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টগরির ভাই মজনুর দাবি, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার সুকাশ ইউনিয়নের হাঁসপুকুরিয়া গ্রামের মৃত মহাতাবের ছেলে মানিকের(৩৮) সাথে ডাহিয়া ইউনিয়নের পানলি গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে টগরির বিয়ে হয়। নেশাগ্রস্থ মানিক যৌতুকের জন্য মাঝে মধ্যেই টগরির উপরে শারীরিক নির্যাতন চালাত। শুক্রবার দিবাগত রাতে এবং শনিবার সকালে তার উপর আবার শারীরিক নির্যাতন চালায়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।