সারাদেশের ন্যায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে
ডেস্ক রিপোর্ট: সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা। গতকাল শনিবার এসব কর্মসূচি পালন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার কবরী রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। গতকাল শনিবার সকাল ৭টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এরপর সকাল ৭.১০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
সন্ধ্যা ৭টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। চুয়াডাঙ্গা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড মুহা. শামসুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাড. আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না, উপ-প্রচার সম্পাদক শওকত আলি বিশ্বাস, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এ্যাড. তালিম হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন। এসময় ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, মহিলা সম্পাদিকা মাহমুদা জামান পলি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেতা নাসির আহাদ জোয়ার্দ্দার, মহাসীন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক শামসুদ্দো মল্লিক হাসু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগ নেত্রী রাফু, ছন্দা, মিলি, সুফিয়া, সাথী, এলিজা, বঙ্গবন্ধু স্বাস্থ্য পরিষদের সভাপতি আরমান আলি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহবুল হোসেন, ফিরোজ, বাপ্পী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগৈর সহ-সভাপতি প্রশান্ত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা মৎসজীবি লীগের আহবায়ক শাহাবুল হক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্র নেতা মোল্লা জাফর চেয়ারম্যান, ইকলুছুর রহমান, শিরকন জোয়ার্দ্দার, মাহাবুবুর রহমান, শ্রমিক নেতা আমিরুল ইসলাম, ফিরোজ হোসেন, নূর হোসেন, আরিফ, শাহাবদ্দীন, বিপ্লব মেম্বর, বাবলু মেম্বর, সৈকত খান, প্রণব অধিকারী প্রমূখ।
দর্শনা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় দর্শনায় আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এ এম জাকারিয়া আলম। এর আগে সকাল ১০টায় আ. লীগের দলীয় কার্যলয়ে নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। আলোচনা সভায় দর্শনা পৌর আ.লীগের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, ফজলু, লাল্টু, খায়ের, যুবলীগ নেতা আশরাফ আলম বাবু, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দার, ওহিদুল ইসলাম, সাইদ, শফি কামাল, ছাত্রলীগ নেতা কলেজ ছাত্রদলের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, আশরাফুল, লোমান, রিফন, মোহাম্মদ, ওমর ফারুক, মেহেদী, আকাশ, স্বাধীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. শাজাহান আলী, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল মতিন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ্জামান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ।
বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদরের বারাদীতে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিয়ন আওয়ামী লীগের বারাদী ইউনিট কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে নয় পাউন্ড ওজনের কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু জাফর লিটন, রুহুল আমিন, মুলাম, নজরুল ইসলাম, অলিল, সালাউদ্দীন, দুলালসহ আরো অনেকে।