সাপের কামড়ে আনসার সদস্যের মৃত্যু

0
14

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে জীবন আহম্মেদ সুজন (২৮) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে নিজ শয়নকক্ষে বিষধর সাপ কামড় দিলে মেহেরপুর হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়। নিহত জীবন আহম্মেদ সুজন মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে। তিনি আনসার ব্যাটালিয়নের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। নিহত সুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ছুটিতে বাড়ি আসেন সুজন। ভোরে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর হাতের আঙুলে একটি বিষধর সাপ কামড় দেয়। বুঝতে পেরে প্রথমে তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাংনীর এক মহিলা কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজের কাছে ঝাড়-ফুঁক করার পর তাঁর অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ দিকে সুজনের অকাল মৃত্যুতে পিতা-মাতা, স্ত্রী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।