নিউজ ডেস্ক:
দিন যত যাচ্ছে বিশ্ব ততই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। বলা যায়, বিজ্ঞানের উন্নয়নে আজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রযুক্তি। তারই জের ধরে চলতি গ্রীষ্ম থেকে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে সাগরতলের হাঙ্গর শনাক্ত করতে কাজ শুরু করেছে উচ্চ প্রযুক্তির ড্রোন।
বলা হচ্ছে, এতে জীবন রক্ষাকারীদের তুলনায় সাঁতারু ও সার্ফারদের নিরাপত্তা আরও জোরদার হবে। যেমন সিডনির উত্তরের বিলগোলা সৈকতে এখন প্রত্যুষেই সাঁতারে নেমে পড়ছেন শত শত মানুষ। তারা জানেন যে ড্রোন দিয়ে এখন সাগরে নজরদারি করা হচ্ছে, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়।
এমনই একজন ২০ বছর বয়সী আলি স্মিথ বলেন, ‘আমার মনে হয় এটা দারুণ ব্যাপার। সমুদ্রে সাঁতারের সঙ্গে এখন যুক্ত হয়েছে প্রযুক্তি। এতে লোকজন নিরাপদ বোধ করবে এবং আরও বহু লোক সাঁতারে নামবে।’
জানা গেছে, ড্রোন ক্যামেরায় ধারণ করা হাজার হাজার ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা হয়েছে। এগুলো সহজেই মহাসাগরের বিভিন্ন বস্তুকে শনাক্ত করতে পারে।
সূত্র: এএফপি