নিউজ ডেস্ক:
সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে পুতিনের অস্বীকৃতি ট্রাম্পের মেনে নেয়ার ব্যাপারে নানা জল্পনা কল্পনার প্রেক্ষাপটে উভয়ের প্রথম মুখোমুখি এ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। খবর সিনহুয়ার।
ট্রাম্প রোববার এক টুইটার বার্তায় বলেন, ‘পুতিন ও আমি অভেদ্য সাইবার নিরাপত্তা ইউনিট গঠনে আলোচনা করেছি যাতে হ্যাকিংসহ অন্য অনেক নেতিবাচক কর্মকাণ্ড ঠেকানো সম্ভব হবে। ’
উল্লেখ্য, জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার এই প্রথমবারের মতো ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়।
বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শুক্রবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি পুতিন অস্বীকার করেছেন এবং ট্রাম্প তা মেনেও নিয়েছেন।