শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোলের জনৈক কুরিয়ার এজেন্সি প্রতিনিধি কামাল কতৃক যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বাগআঁচড়ায় সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বাগআঁচড়া প্রেসক্লাবের উদ্যোগে যশোর- সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি শেখ ইন্তাজুর রহমান মুকুল, সহ সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক স্পন্দন প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক দৈনিক বজ্র শক্তি প্রতিনিধি মিলন কবির, দপ্তর সম্পাদক দৈনিক কল্যান প্রতিনিধি আব্দুল জলিল, প্রচার সম্পাদক দৈনিক সমাজের কাগজ প্রতিনিধি জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ শেখ মফিজুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাকসুদুল আলম সবুজ, আইসিটি সম্পাদক শাহারুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক জনতার সহকারী সম্পাদক আলহাজ্ব মাষ্টার রবিউল হোসেন, প্রজন্মের ভাবনা প্রতিনিধি আরিফুজ্জামান, সমাজের কথা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক সত্যপাঠ প্রতিনিধি আবু বকর ছিদ্দিক রনি, শার্শা বার্তার ইমতিয়াজ আহম্মেদ স্বপন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মহিবুল হাবিব দিপু, দৈনিক নিউজের আরিফ আহম্মেদ মুকুল, সাংবাদিক হেদায়েত উল্লাহ, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল¬ুর রহমান প্রমুখ।