সরোজগঞ্জের ছয়মাইলে গভীর রাতে যাত্রীবাহী বাস উল্টে খাদে অজ্ঞাতনামা পথচারীর লাশ উদ্ধার

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইলে গভীর রাতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন পথচারী। তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তিকে বাঁচাতে এস এম পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৪-৩৯২৬) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ বকুল চন্দ্র অধিকারী জানান, ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পথচারীকে বাঁচাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে পাশের একটি খাদে পড়ে গেছে। নিহত পথচারীকে প্রাথমিকভাবে ভিক্ষুক বলে ধারণা করা হচ্ছে। তাঁর পকেটে কিছু খুচরা টাকা পাওয়া গেছে। এ সময় বাসের চালক-হেলপার ও কোনো যাত্রীকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, এস এম পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ছেড়ে মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ছয়মাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা লুৎফুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে বাসের চালক-হেলপারসহ কোনো যাত্রীকে আমরা পাইনি।’
এস এম পরিবহনের ঢাকা গাবতলি কাউন্টার থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে চালক-যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে তারা। এদিকে, ঘটনাস্থল থেকে চালক-হেলপার ও যাত্রীদের না পেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের।