এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি ও আওয়ামী লীগের সিদ্ধান্ত, প্রতিটি বাড়ীতে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। সরকার প্রতিটি বাড়ীতে বিদ্যুতের আলো পৌছে দিতে বদ্ধ পরিকর। তেমনি সেই আলোকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
২৭ জুলাই শুক্রবার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পুলিশপাড়া ও ধনী গ্রামে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৫৯টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি গোপাল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি, মেট্রোরেলের কাজ চলমান রয়েছে। এসব কাজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফউদ্দীন মাষ্টার, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ¦ মো. মাজেদুর রহমান খোকন। অনুষ্ঠানটির পরিচালনা করেন ইউপি সদস্য শরিফউদ্দীন।